Header Ads Widget

পাঁচ ওয়াক্ত নামাজের রাকাআত সমূহ



বাংলা নিউজ:
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ফরজ ছাড়াও প্রতি ওয়াক্তে ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ রয়েছে। নামাযের রাকাত সম্পর্কে মতভেদ রয়েছে। ন্যূনতম প্রয়োজনীয় পড়ার বিবরণ নীচে দেওয়া হল-


 ফজরের নামাজ
 ফজরের সময় প্রথমে দুই রাকাত সুন্নত এবং তারপর দুই রাকাত ফরজ।

সালাতুল জোহর 
যোহরের নামাজের প্রথম চার রাকাত সুন্নাত। তারপর চার রাকাত ফরজ এবং তারপর দুই রাকাত সুন্নত। এই দশ রাকাত পড়া উত্তম। কেউ কেউ শেষ দুই রাকাত নফল নামাযও পড়েন। যেমন, জোহরের নামায ১২ রাকাতে আদায় করা হয়। 

 সালাতুল আছর 
 আসরের নামাজ চার রাকাত পড়া ওয়াজিব। কেউ কেউ ফরজের আগে চার রাকাত সুন্নাত নামায পড়েন। 

 সালাতুল মাগরিব 
 মাগরিবের প্রথম তিন রাকাত ওয়াজিব। তারপর দুই রাকাত সুন্নত। কেউ কেউ সুন্নতের পর দুই রাকাত নফল পড়েন। 


 সালাতুল ইশা
 এশার নামাজে চার রাকাত ফরজ। তারপর দুই রাকাত সুন্নত। তারপর তিন রাকাত বিতর। বিতর পড়া ওয়াজিব। অনেকে ফরজের আগে চার রাকাত সুন্নত এবং বিতিরের পর দুই রাকাত নফল নামায পড়েন।

Post a Comment

0 Comments