বাংলা নিউজ : পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ তাআলা মুসলমানদের ওপর দৈনিক নামাজগুলো ফরজ করেছেন। নিচে পাঁচ ওয়াক্ত নামাজের রাকাআত সংখ্যা ও সময় সম্পর্কে আলোচনা করা হলো।
ফজরের নামাজ : ফজরের নামাজ দুই রাকাত। এর সময় হলো সুবহে সাদেকের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত। (মুসলিম, হাদিস : ১৪৫৬, ৯৬৬
আসরের নামাজ : আসরের নামাজ চার রাকাত। জোহরের সময় শেষ হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এর সময়। (সহিহ বুখারি, হাদিস : ৭১৭, ৫৪৫)
মাগরিবের নামাজ : মাগরিবের নামাজ তিন রাকাত। এর সময় হলো সূর্যাস্তের পর আকাশ থেকে লালিমা বিদায় নেওয়া পর্যন্ত। (মুসলিম, হাদিস : ৯৬৯, দারা কুতনি, হাদিস : ১০৬৬)
এশার নামাজ : এশার নামাজ চার রাকাত। এর সময় হলো আকাশের লালিমা বিদায় নেওয়ার পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত। (মুসলিম, হাদিস : ৯৬৯, সহিহ বুখারি, হাদিস : ৫০৮, ৫৩৮, ৯৬৯)
0 Comments