বাংলা নিউজ : ইসলামে পবিত্রতার গুরুত্ব অপরিসীম। পবিত্রতাকে ঈমানের অঙ্গ বলা হয়েছে। অপরিচ্ছন্ন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে না বলে হাদিসে হুঁশিয়ারি এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইসলাম পরিচ্ছন্ন। সুতরাং তোমরা পরিচ্ছন্নতা অর্জন করো। নিশ্চয়ই জান্নাতে শুধু পরিচ্ছন্ন ব্যক্তিই প্রবেশ করবে।’ (ফাইজুল কাদির, হাদিস: ৩০৬৫)
পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম গোসল করা। গোসলে তিনটি ফরজ কাজ রয়েছে। তিনটি ফরজ যথাযথ পালন না করলে গোসল সঠিক হবে না। তিনটি ফরজ হলো—
১. গড়গড়াসহকারে কুলি করা
আমাদের দাঁতের ফাঁকে অনেক সময় খাবার বা উচ্ছিষ্ট আটকে থাকে, গলায় থুতু বা কফ লেগে থাকে, যা স্বাভাবিক কুলির দ্বারা দূর হয় না। তাই তা দূর করতে প্রয়োজন গড়গড়া করে কুলি করা। রাসুলুল্লাহ (সা.)ও এরূপ করেছেন। মায়মুনা (রা.) বলেছেন, ‘রাসুলুল্লাহ (সা.) ফরজ গোসলের অংশ হিসেবে কুলি করেছেন।’ (বুখারি, হাদিস: ২৫৭)
২. নাকে পানি দেওয়া
ভালো করে নাকের ভেতর পানি না দিলে পানি প্রবেশ করে না। নাকের ভেতরে থাকা ময়লাও পরিষ্কার হয় না। রাসুলুল্লাহ (সা.) গোসলের সময় নাকে পানি দিয়েছেন। মায়মুনা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) গোসলের সময় নাকে পানি দিয়েছেন।’ (বুখারি, হাদিস: ২৬৫)
৩. সমস্ত শরীর ধৌত করা
গোসলের উদ্দেশ্য হলো সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। শরীরে পানি ঢালার সময় প্রত্যেকটা অঙ্গে পানি পৌঁছানো। শরীরের কোনো একটি অংশ যদি না ভিজে, তা হলে গোসল পরিপূর্ণ হবে না। আবু সাইদ খুদরি (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) যখন গোসল করতেন, তখন তার শরীরের সব অংশ ভেজা থাকত।’ (আবু দাউদ, হাদিস: ২১৭)
0 Comments