Header Ads Widget

নামাযের ওয়াজিব ১৪টি

  

বাংলা নিউজ: 

নামাযের ওয়াজিব ১৪টি


১। সূরা ফাতিহা পুরা পড়া।

২। সূরা ফাতিহার সাথে সূরা মিলানো।

৩। রুকু-সিজদায় দেরি করা।

৪।রুকু হেত সোজা হয়ে দাঁড়ানো।

৫। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা।

৬। প্রথমে বৈঠক করা।

৭। উভয় বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া।

৮। ইমামের জন্য কিরাআত আস্তে এবং জোরে পড়া।

৯। বিতরের নামাযে দূ’আয়ে কুনূত পড়া।

১০। দুই ঈদের নামাযে ছয়টি করে তাকবীর বলা।

১১। ফরয নামাযের প্রথম দুই রাক‘আতকে কিরাআতের জন্য নির্ধারিত করা।

১২। প্রত্যেক রাক‘আতের ফরযগুলোর তারতীব ঠিক রাখা।

১৩। প্রত্যেক রাক‘আতের ওয়াজিবগুলোর তারতীব ঠিক রাখা।

১৪। সালাম বলে নামায শেষ করা।

Post a Comment

0 Comments